Khoborerchokh logo

জমকালো আয়োজনে গাসিকের বাংলা বাজারে বন্ধন টাওয়ারে মার্কেটের উদ্বোধন 157 0

Khoborerchokh logo

জমকালো আয়োজনে গাসিকের বাংলা বাজারে বন্ধন টাওয়ারে মার্কেটের উদ্বোধন


খবরের সময় ডেস্ক:

গাজীপুর সিটি কর্পোরেশন ২২ নং ওয়ার্ডস্থ বন্ধন টাওয়ার এ যুগোপযোগী বাহারী পোশাকসহ দেশী বিদেশী নিত্য প্রয়োজনীয় সংগ্রহ নিয়ে জমকালো আয়োজনে উদ্বোধন হলো। 

বৃহস্পতিবার ৭ মার্চ২০২৪ ইং বিকালে নগরীর ২২নং ওয়ার্ডস্থ বাংলা বাজার এলাকায় বন্ধন নামের ৮ তলা বিশিষ্ট মার্কেটের উদ্ভোধন করেন গাজীপুর সিটিকর্পোরেশনের মেয়র জায়েদা খাতুন। এসময়  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জননন্দিত সাবেক মেয়র জাহাঙ্গীর আলম,প্রধান উপদেষ্টা গাজীপুর সিটিকর্পোরেশন,বিপুল ভোটে নির্বাচিত জনপ্রিয় কাউন্সিলর,ছবদের হাসান ওয়ার্ড নং ২২। 

উক্ত উদ্ভোধন অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন,বাংলা বাজার শিশু কিশোর একাডেমি’র পরিচালক,সুমন আহমেদ। 


নতুন এ বন্ধন মার্কেটের প্রচার প্রচারনার লক্ষে এলাকাবাসীকে জানান দিতে রঙ্গীন আয়োজনে সাংস্কৃতিক সন্ধ্যা পালন করা হয়। 

 


সম্পাদকঃ আলমগীর কবীর, ব্যাবস্থাপনা সম্পাদকঃ মনিরুজ্জামান। উপদেষ্টা সম্পাদক পরিষদঃ শাহিন বাবু । অস্থায়ী কার্যালয়ঃ নাওজোড়, বাসন, গাজীপুর মেট্রো পলিটন, গাজীপুর।
যোগাযোগঃ ০১৭১১৪২১৪৫১, ০১৯১১৮৮৯০৯৩, ই-মেইলঃ khoborersomoy24@gmail.com, web: www.khoborersomoy.com